শ্রী শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(২২৪)

 

ভাগ্যং ফলতি সর্ব্বত্র।কর্ম্মেরই অধিকার লোকের,ফলের অধিকার সত্যের।ফলদাতা ভগবান,ফলের জন্য চিন্তা না করিয়া উপস্থিত কর্ম্মসমাপ্তের জন্য যত্নবান হউন।এই কর্ম্ম হইতেই পাশমুক্ত হইয়া লোক অলকার দর্শন পায়,অর্থাৎ বন্ধন মুক্ত হইয়া পাদোদক অর্থাৎ সত্যের আশ্রয় পাইয়া থাকে।আশ্রয় পাইলে জন্মমৃত্যু থাকে না জানিবেন।ইহার নাম ''প্রসাদ'' বলিয়া প্রকাশ করে।


সত্যের সেবাই কর্ম্ম,অসত্যের সেবা কেবল আকাম।বন্ধনই হইয়া থাকে।
-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(২২৪)
শ্রী শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(২২৪) শ্রী শ্রী রামঠাকুর বেদবানী ২য় খন্ড(২২৪) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on সেপ্টেম্বর ০৭, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 ভগবানের দাস হইয়া থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না। চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে। নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত ব...

Blogger দ্বারা পরিচালিত.