বেদবাণী শ্রীশ্রী রামঠাকুর

বেদবাণী  শ্রীশ্রী রামঠাকুর


সংসারোদ্ধারই ভগবানের সেবা, অনন্যভাবের দ্বারাই সেবাকার্য্য সাধিত হয়। এই সেবায় বেদবিধি লাগে না, মনের তৃপ্তিজনক উপচারে সম্পাদন হয়। এই প্রকার ঐকান্তিকভাবে নির্ভরাদি স্নেহ উপচারে সংমার্জ্জন করিতে করিতে অকৃত্রিমভাবের উদয় হয়।


পরে শ্রদ্ধা, পরে ভক্তি, পরে বিশুদ্ধভক্তি, পরে প্রেমের উদয় হয়, তারপরে বিশুদ্ধ প্রেম হয়। তারপরে সেবার প্রত্যক্ষ প্রমাণ দর্শকে অনুভব করে। সেবাচারীর কোন বিশেষ জ্ঞান থাকে না, স্বভাবের তরঙ্গ খেলিয়া প্রেমের লহর উল্লাস স্ফুটিয়া চলে, এই প্রেম তরঙ্গের অবধি নাই।


ইহাই ভগবৎ ভক্ত, মুক্তি সর্ব্বদা তার সেবার সাহায্য করিয়া সেবা সহিষ্ণুতা সম্পাদন করে। সর্ব্বদা সেবা করিয়া চলিতে থাক, গুরু সকল শক্তি সঞ্চারে সদানন্দ প্রকাশ করিবেন চিন্তা নাই, উদ্ধার তিনিই করিবেন।

বেদবাণী
শ্রীশ্রী রামঠাকুর
বেদবাণী শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী  শ্রীশ্রী রামঠাকুর Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ১৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 ভগবানের দাস হইয়া থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না। চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে। নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত ব...

Blogger দ্বারা পরিচালিত.