বেদবানী (২২৫) ১খন্ড

 সংসার মায়াময়, হিতাহিতের তরঙ্গ বুঝিয়া উঠা যায় না। এমতাবস্থায় ধৈর্য্য ধরিয়া থাকাই পরম পবিত্র এবং সুখী হইয়া থাকে।ভাল মন্দ,সৎ অসৎ বিচার করার ক্ষমতা জীবের নাই। সংসারে পিতা,মাতা,পুত্র,কন্যা,স্ত্রী,ভ্রাতা,ভগ্নী,ইষ্টকুটুম্বরুপে নিত্য বিরাজ করেন।অতত্রব সকলের সঙ্গে প্রনয় প্রীতিলাভ না হইলে ভগবৎপদ পাওয়া যায় না। ভগবানকে লাভ করিতে না পারিলে সংসারের ভাগ্যফল শেষ করিবার কোন শক্তি নাই।এ জগতের সকলের ভালোবাসা লাভ করিতে হইলে সকলের দোষ উপেক্ষা করিতে সহিষ্ণুতা আহরণ করিতে হয়। কাহারই কোন দোষ লইতে নাই।

জয় রাম জয় গোবিন্দ 🙏
গুরু কৃপাহি কেবলম 🙏
বেদবানী (২২৫)-১খন্ড

বেদবানী (২২৫) ১খন্ড বেদবানী (২২৫) ১খন্ড Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ১৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 ভগবানের দাস হইয়া থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না। চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে। নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত ব...

Blogger দ্বারা পরিচালিত.