জয় রাম জয় গোবিন্দ
"ঠাকুর একবার কাশীতে আছেন। গঙ্গার ধারে বেড়াইতেছেন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। এক শ্রেষ্ঠী দম্পতি স্বপ্নে ঠাকুরের দর্শন পাইয়া ভারতের সকল তীর্থে তাঁর সন্ধান করিতে করিতে কাশীতে উপস্থিত হইয়াছেন। তাঁহাদের দেখিয়া ঠাকুর গঙ্গার দিক করে মুখ করিয়া দাড়াইয়া রহিলেন।
তাঁহারা ঠাকুরকে দেখিবা মাত্র চিনিলেন এবং তাঁহার পায়ের উপরে পরিলেন এবং সেই সময়ে দুজনেরই একসঙ্গে দেহত্যাগ হইল, তাঁহাদের মৃতদেহ সত্কারের ব্যবস্থা করিয়া ঠাকুর দেশে ফিরিলেন।"
শ্রীশ্রী রামচন্দ্র স্মৃতি কথা"।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
জুন ১৪, ২০২৪
Rating:
.jpg)
কোন মন্তব্য নেই: