বেদবাণী প্রথম খণ্ড - ৪৩নং পত্রাংশ



 ভগবৎ সেবা সর্ব্বদা করিতে করিতে নিত্য শক্তির বিকাশ হইয়া থাকে। সকল ইচ্ছার বেগ সহ্য করিতে করিতে সকল অভাব যাইয়া পূর্ণ স্বভাবে পরিণত হয়। পরের দোষ দেখিতে নাই, আপন দোষগুলির অনুসন্ধান করিয়া সর্ব্বদা দোষগুলিকে পবিত্র করিতে হয়। পরের স্বার্থজ্ঞান মলিনের কারণ হইয়া থাকে । যাহা কিছু আবির্ভূত হয় সকলি প্রারব্ধ বৃত্তি মাত্র, কাহারো কোন দোষ নাই। যাহার নিকট যে যে ঋণ পরিশোধ করার যে ভাবে ব্যবস্থা প্রাক্তনে উপস্থিত করে সেই সেই ভাবেই তাহা গ্রহণ হইয়া থাকে ৷

বেদবাণী প্রথম খণ্ড - ৪৩নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব
বেদবাণী প্রথম খণ্ড - ৪৩নং পত্রাংশ বেদবাণী প্রথম খণ্ড - ৪৩নং পত্রাংশ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on জুন ১৪, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

 ভগবানের দাস হইয়া থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না। চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে। নামের আশ্রয়ে থাকিলে অপ্রাপ্ত ব...

Blogger দ্বারা পরিচালিত.