সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। তাঁহার সহচরী হইয়া নামামৃত পান করুন। কর্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে তাহাকে দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন।প্রাণই ঈশ্বর (সত্য), তিনিই শক্তি জানিবেন। ইহার ক্ষয় হয় না (অক্ষয়) জানিবেন। প্রকৃতির গুণের তরঙ্গযোগে লোকে ইহাকে না জানিয়া স্বয়ং অনিত্য অভাবের কর্তা হইয়া লাভ - লোকসানের দ্বারা সুখ দুঃখাদি নানান অবস্থার উপভোগ করিয়া থাকে। জন্ম - মৃত্যু এড়াইতে পারে না।
বেদবানী দ্বিতীয় খন্ড (১৯) পত্রাংশ
বেদবানী দ্বিতীয় খন্ড (১৯)
Reviewed by srisriramthakurfbpage
on
আগস্ট ২৮, ২০২৪
Rating:
কোন মন্তব্য নেই: